হারানো চিরকুট

বান্ধবী, সেই অনেক চিঠির ভীড়ে
হারানো তোর পুরোনো চিরকুট
খোঁজ নিতে তার আজও পারিনি রে
ভাবতে বসে ভাবনারা দলছুট।

পড়লো মনে, যেদিন ছিলি পাশে,
জগৎ ছিল হাতের মুঠোয় ধরা!
পা দুটো তোর মিশত সবুজ ঘাসে,
স্বপ্নালু চোখ আকাশ দিয়ে ভরা।
 
মেঘ ছিল সেই অথৈ আকাশ জুড়ে,
ঝড়ের ছোঁওয়ায় দামাল কাশের ফুল,
বাগেশ্রী তান জড়িয়েছিল সুরে,
মুখ ঢেকে তোর ছড়িয়ে ছিল চুল।
 
বুঝিনি তোর হাসি ঠোঁটের কোনে,
খুঁজিনি তাই মুক্তো ঝিনুক দেখে।
আজকে যখন হাঁটি কাশের বনে
যাই হারিয়ে নিজেই নিজের থেকে।
 
বান্ধবী, আজ চিনতে পারিস যদি
আশায় আশায় বাড়িয়ে আছি হাত।
তোর ছন্দেই স্রোত পেয়েছে নদী।
তোর ভাবনায় বিনিদ্র যায় রাত।।

Add a comment

HTML code is displayed as text and web addresses are automatically converted.

They posted on the same topic

Trackback URL : https://pi.cybr.in/soumen/?trackback/3

This post's comments feed