আর জি কর

দিন বদলের আর্জি কর
রাত দখলের আর্জি কর

Continue reading...

মেঘ

P. B. Shelley রচিত The Cloud এর সৌমেন ভট্টাচার্য কৃত বঙ্গানুবাদ

আনি নবীন বরষা ফুলের মিটাই তৃষা,
কত না সাগর নদী থেকে;
মধ্যাহ্নে দারুন তাপে পাতারা ঝিমায়ে থাকে
তারে ছায়া দিয়ে রাখি ঢেকে। 
নাড়িলে আমার ডানা ঝরিয়া শিশিরকণা
জাগায় যতেক কলিদলে,
তাদের জড়ায়ে বুকে সূর্যের অভিমুখে
মা তাদের দুলি দুলি চলে। 
ঘনোপল কষা আনি ভূমিতে সজোরে হানি,
সাদা করি সবুজ জমিরে,
আবার মিশায়ে তারে ঘন বর্ষণধারে,
বজ্রনাদে হাসি যাই ফিরে।

Continue reading...

হারানো চিরকুট

বান্ধবী, সেই অনেক চিঠির ভীড়ে
হারানো তোর পুরোনো চিরকুট
খোঁজ নিতে তার আজও পারিনি রে
ভাবতে বসে ভাবনারা দলছুট।

Continue reading...

তুই যদি

তুই যদি বলতিস একফোঁটা জল,
দেখতিস ফুটে যেত কত শতদল।

Continue reading...